ফরিদপুর

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর, ০৭ ডিসেম্বর – ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাজিদ (৪) ও তরিকুল (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়ার নতুন হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দক্ষিণ বিলনালিয়া নতুন হাটখোলা গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ ও একই গ্রামের মজিবর মুন্সীর পালক ছেলে তরিকুল বাড়ির পাশের একটি পুকুরে পড়ে নিখোঁজ হয়। দুপুর ২টার দিকে দুই শিশু পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা তা দেখে বাড়িতে থবর দেন। পরে তাদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

নগরকান্দা হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা যায় শিশু দুটি।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৭ ডিসেম্বর ২০২১

Back to top button