বৈঠকে অর্থ মন্ত্রণালয়: শুরুতে সূচকের বড় উত্থান
ঢাকা, ০৭ ডিসেম্বর – পুঁজিবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসিকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের দিন ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার। শেয়ারদর ও সূচক বাড়ার সঙ্গে সঙ্গে লেনদেনও বেড়েছে অনেকটা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্সটি ১০ কার্যদিবস পর সূচক আবারও ৭ হাজার পার করেছে।
এই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে লেনদেন চলাকালে জানা যায়নি। তবে সকাল ১০টায় লেনদেনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক।
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৪৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৮.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪৪৩ কোটি ৯১ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার।
ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৬৯টির এবং ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ ডিসেম্বর ২০২১