মুরাদকে বহিষ্কারের দাবি জানালেন ডা. জাফরুল্লাহ
ঢাকা, ০৬ ডিসেম্বর – উনি (তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান) ক্যানসারের ডাক্তার, ক্যানসারের বীজ উনার মাথার ভেতর ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর উচিত হবে তাকে (প্রতিমন্ত্রী ডা. মুরাদকে) বরখাস্ত করা বলেও মনে করেন তিনি।
সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মুরাদ হাসান প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ আরও বলেন, বেচারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মঞ্চে আসার জন্য। উনি হয়তো ভাবছেন, এ জাতীয় কথা বললে উনাকে মন্ত্রী বানাবেন। কিন্তু, উনার ক্যানসার মাথাটা খেয়ে দিবে।
তিনি বলেন, থুতু উপরে ফেললে নিজের গায়ে পড়তে পারে। সুতরাং এরকম কাজ করবেন না। আমাদের শালীন হওয়া দরকার। আমাদের মন্ত্রিত্বের লোভে অমানুষ হওয়া উচিত না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।
সূত্র: আরটিভি
এম ইউ/০৬ ডিসেম্বর ২০২১