ইউরোপ

যুক্তরাজ্যে কয়েক সপ্তাহে ওমিক্রন ছাপিয়ে যেতে পারে ডেল্টাকেও

লন্ডন, ০৬ ডিসেম্বর – যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ডেল্টাকেও ছাড়িয়ে যেতে পারে। কয়েক সপ্তাহের মধ্যে এটি হয়ে উঠতে পারে দেশটির সবচেয়ে প্রভাব বিস্তারকারী করোনার ধরন। দেশটির মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক পল হান্টার এ ভবিষ্যদ্বানী করেছেন।

সোমবার বিবিসির খবরে বলা হয়, পল হান্টার মনে করেন যে, ইতোমধ্যে যুক্তরাজ্যে এক হাজারের বেশি ওমিক্রণ সংক্রমণ রয়েছে, যা দেশটির আনুষ্ঠানিকভাবে ঘোষিত আক্রান্তের সংখ্যার চেয়ে অন্তত চার গুণ বেশি।

এ প্রেক্ষাপটে কাল (মঙ্গলবার) থেকে ভ্রমণকারীদের করোনা টেস্টের ওপর বেশি গুরুত্বারোপ করা হবে। এ কারণে কয়েকটি দেশকে লাল তালিকায় ফেলতে শুরু করেছে যুক্তরাজ্য।

ইতোমধ্যে নাইজেরিয়াকে লাল তালিকায় ফেলা হয়েছে। এর মানে হলো- নাইজেরিয়া থেকে কোনো ভ্রমণকারী যুক্তরাজ্যে এলে প্রথমে তাকে ১০ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, যুক্তরাজ্য বেশ দ্রুতই ওমিক্রন ঠেকাতে পদক্ষেপ নিয়েছে।

পরিস্থিতি যখন এমন তখন ওমিক্রন ঠেকাতে হাসপাতালগুলোকে প্রস্তুত করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা বলেন, তার দেশ ওমিক্রনের মাধ্যমে কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ে প্রবেশ করছে। এ পরিস্থিতিতে অধিকতর রোগী নেয়ার জন্য হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনার এ নতুন ধরন শনাক্ত হয়। ইতোমধ্যে এটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের ৪০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৬ ডিসেম্বর ২০২১

Back to top button