করোনায় মৃত্যু, জর্ডানের হাসপাতাল প্রধানের কারাদণ্ড
আম্মান, ০৬ ডিসেম্বর – হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে ১০ করোনা রোগীর মৃত্যুর ঘটনায় জর্দানের একটি আদালত রাষ্টায়ত্ত একটি হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।
স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) সল্ট স্টেট হাসপাতালের পরিচালক আবদেল রাজাক আল-খাশমান ও তার চার সহযোগীকে কারাদণ্ড দেওয়া হয়।
এক প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালের অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে রোগীর মৃত্যুর ঘটনার জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ওই রায়ের বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে আপিল করা যাবে বলে জানিয়েছে আদালত।
প্রসঙ্গত, গত মার্চ মাসে সল্ট স্টেট হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে গেলে ১০ করোনা রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। ওই সময় ওই ঘটনা জর্দানে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। এর জেরে স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবায়দাত পদত্যাগে বাধ্য হন।
ওই ঘটনার পর কয়েক’শ মানুষ হাসপাতালের বাইরে বিক্ষোভ করে। পরে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত হাসপাতালটি পরিদর্শন করেন।
সূত্র :
এন এইচ, ০৬ ডিসেম্বর