ফ্যাশন

ফ্যাশনে আবারও ট্র্যাকস্যুট

আমরা যখন সেলিব্রেটিদের ফ্যাশন ট্রেন্ডগুলো অনুসরণ করা নিয়ে চিন্তা করি, তখন সবার আগে দু’টি জিনিস মাথা চলে আসে। আর তা হল- এটা কতটা আরামদায়ক হবে এবং এতে কতটা আকর্ষণীয় দেখাবে। বর্তমান ফ্যাশন বিশ্বে এমনই অনুসরণ করার মতো একটি ট্রেন্ড যুক্ত হয়েছে, যার নাম ‘ট্র্যাকস্যুট’।

নতুন করে এই ট্রেন্ড তৈরির পিছনে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর যেমন ভূমিকা রয়েছে, তেমনি রয়েছে সেলিব্রেটিদেরও। যেসব জনপ্রিয় ব্র্যান্ড বর্তমানে এই পোশাক তৈরি করছে সেগুলোর মধ্যে আছে- ক্লো, ভেটমেন্টস, গুচি এবং আরও অনেক। এছাড়া যে সেলিব্রেটিরা নতুন করে এই ট্রেন্ডের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন তাদের মধ্যে আছেন রিহানা, কেন্ডাল জেনার, সেলিনা গোমেজসহ আরও অনেকে।

এক সময়কার জনপ্রিয় হারিয়ে যাওয়া এই ট্রেন্ড ছিল বেশ আরামদায়ক এবং যে কোন জায়গায় পরার জন্য উপযুক্ত। আপনি চাইলে এগুলো এয়ারপোর্ট কিংবা কোন পার্টিতেও পরতে পারেন।

এম ইউ

Back to top button