রামপুরার ঘটনায় ‘বিস্ফোরক দ্রব্য’ বহন করেছিল রেজা
ঢাকা, ০৫ ডিসেম্বর – রাজধানীর রামপুরায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন রেজা (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যাক্তি বিস্ফোরক দ্রব্য বহন এবং লোকজন জড়ো করে সড়কে বিশৃঙ্খলা তৈরি করে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার অভিযুক্ত ব্যক্তিকে রামপুরা থেকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে বিস্ফোরক দ্রব্য বহন এবং লোকজন জড়ো করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার স্বপন রেজাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
এর আগে একই ঘটনায় গত সোমবার রাতে শহিদ ব্যাপারী (২২) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ ডিসেম্বর