ব্যক্তিত্ব

নিজের ব্যাপারে ১৩টি তথ্য গোপন রাখে প্রতিটি মানুষ

একজন স্বাভাবিক মানুষ ১৩টি কথা গোপন করে থাকেন অন্য মানুষের কাছ থেকে। এর মধ্যে পাঁচটি তথ্য তিনি কখনো অপর ব্যক্তির সাথে শেয়ার করেন না, এমনকি তার প্রিয় বন্ধুটির কাছেও না! নতুন এক গবেষণায় এমন তথ্যই পাওয়া যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা ৩৮টি সাধারণ ক্যাটাগরিতে ১০টি ভিন্নধরনের ১৩,০০০ রহস্য বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন।

জার্নাল অফ পার্সোনালেটি এন্ড সোশ্যাল সাইকোলোজিতর একটি গবেষণা প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয় সাধারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ নিজের সম্পর্কে ১৩টি তথ্য গোপন করে থাকে। এর মধ্যে পাঁচটি তথ্য সে কাউকে জানতে দিতে চায় না।

দ্যা অ্যাটলান্টিকের মতে,  সাধারণত অবৈধ্য সম্পর্ক, যৌন আচরণ, কিছু মিথ্যা ইত্যাদি বিষয়গুলো মানুষ অন্য কারোর সাথে শেয়ার করতে চান না। গোপন রাখা বিষয়গুলো সম্পূর্ণ একান্ত অভিজ্ঞতা হয়ে থাকে। গবেষণায় আরো দেখা গেছে যখন কেউ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে কিছুটা লাজুক এবং শারীরিকভাবে অস্বস্তি অনুভব করে।

কলম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক মাইকেল স্যালিপেইন মনে করেন, “আমরা আসলে এমন কোনো পরিস্থিতির সম্মুখিন হই না, যেখানে আমাদের গোপন তথ্য প্রকাশ করার প্রয়োজন পড়ে। এই তথ্যগুলো শুধু আমাদের মনে আসে আর আমরা তা মাঝে মাঝে চিন্তা করি”।

পূর্বে আরেক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে, মানুষ যখন তার গোপন তথ্য বিষয়ে চিন্তা করেন, কিছুক্ষণের জন্য হলেও তখন তারা অন্য এক জগতে হারিয়ে যান।

এম ইউ

Back to top button