ক্রিকেট

ভারতের মাঠে অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

কলকাতা, ০৪ ডিসেম্বর – টানা তিন জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সারাদিন বৃষ্টি হওয়ায় তিন দলীয় টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচটি পরিত্যক্ত হয়। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অপরাজিত থেকেই শিরোপার লড়াইয়ে টাইগার যুবারা।

প্রথম তিনটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে আগেই জায়গা করে নেয় বাংলাদেশ। চার ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলে সবার শীর্ষে তারাই।

তিন ম্যাচে মাত্র একটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে থাকা ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের সঙ্গে মঙ্গলবার ফাইনালে খেলবে বাংলাদেশ।

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল এক ম্যাচেও জয় পায়নি। তাই তারা ছিটকে গেছে শিরোপার লড়াই থেকে।

সূত্র : যুগান্তর
এম এস, ০৪ ডিসেম্বর

Back to top button