অপরাধ

‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার, ০৪ ডিসেম্বর – কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের একটি দল তাদের আটক করে।

তারা হলেন- নুর আজিম (৩২), মো. আবু (৫০), মো. ইসলাম (৩৫) ও নুরুল হক (৩৫)। এদের মধ্যে প্রথম তিনজন তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মো. তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের কাছ থেকে চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

আটক চার রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৪ ডিসেম্বর ২০২১

Back to top button