কক্সবাজার

কক্সবাজার বিমানবন্দর তদারকিতে বিমানবাহিনী

কক্সবাজার, ০৪ ডিসেম্বর – কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের নিরাপত্তা তদারকি করার জন্য বিমানবাহিনীর ২০ সদস্য মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এই বন্দরের রানওয়েতে প্লেনের ধাক্কায় দুই গরুর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরটির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ।

তিনি জানান, বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার পর সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করেছেন। পরবর্তীতে বিমানবাহিনীর সদস্যদের মোতায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়।

গত মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে দুটি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় সারাদেশে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সূত্র: সমকাল
এম ইউ/০৪ ডিসেম্বর ২০২১

Back to top button