পটুয়াখালী
পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর
পটুয়াখালী, ০৪ ডিসেম্বর – পটুয়াখালী জেলা বিএনপি’র তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ অসবাবপত্র ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত।
শনিবার বেলা ১১টার দিকে পৌর শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ হামলা ও ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে একদল দুর্বৃত্ত ধাওয়া করে তা পণ্ড করে দেয়। এ সময় দুর্বৃত্তরা তালাবদ্ধ বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ ডিসেম্বর ২০২১