দক্ষিণ এশিয়া

প্রভাবশালী ২৫ নারীর তালিকায় আফগান কিশোরী

কাবুল, ০৪ ডিসেম্বর – একটি ব্রিটিশ সংবাদপত্র ২০২১ সালের শীর্ষ ২৫ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছে আফগানিস্তানের ১৫ বছর বয়সী এক তরুণী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, তালেবান কর্তৃক আগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই তালেবানের বিরুদ্ধে নারী শিক্ষা আন্দোলনের বড় মুখ হয়ে ওঠে ১৫ বছর বয়সী সোতুতা ফোরোতান।

ক্ষমতা দখলের পর নারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করলেও পরে তা সংশোধন করে তালেবান। সংশোধিত আইনে ৭ থেকে ১২ বছর বয়সী মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ফোরোতান।

গত অক্টোবরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে ফোরোতান বলেন, নারীদের প্রতিনিধি হিসেবে আজ আমি একটি কথা বলতে যাই, আমি এমন একটি বার্তা দিতে চাই যা সবার মনে জায়গা করে নেবে। আমরা সবাই জানি হেরাত হলো জ্ঞানের শহর। এই শহরে কেনো শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপস্থিতি বন্ধ করা হলো?

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ ডিসেম্বর ২০২১

Back to top button