ফুটবল

মেসির ৩০০ কোটি টাকার হোটেল ভেঙে ফেলার নির্দেশ

সম্প্রতি লিওনেল মেসির হাতে উঠেছে আরেকটি ব্যালন ডি’অর। কিন্তু সপ্তমবারের মতো এই অর্জনটা উদযাপন করা হলো না তার। পুরস্কারটি হাতে নেওয়ার পর থেকেই শুরু হয় নানা সমালোচনা। শুধু কী এটাই? পিএসজিও পারেনি মেসির এই অর্জনকে স্মরণীয় করে রাখতে। ব্যালন ডি’অর জেতার ঠিক পরের ম্যাচেই মাঠে নেমে ম্যাচ ড্র করে পিএসজি।

এবার মেসি শুনলেন আরও বড় দুঃসংবাদ। স্পেনের কাতালুনিয়া শহরে থাকা তার ২৬ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা) হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বার্সেলোনা আদালত। হোটেলটির নাম ‘মিম সিটগেস’। ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ হয়নি জানিয়ে এই নির্দেশ দেন আদালত।

স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তবে হোটেলটি এখনই ভাঙা হবে না। নির্দেশটি এখনও মুলতবি আছে। তবে এমন নির্দেশনার বিষয়ে মেসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। ২০১৭ সালে মেসির ৩০০ কোটি টাকা বিনিয়োগে সমুদ্র থেকে ১০০ ফুট দূরে ‘মিম সিটগেসে’ হোটেলটি নির্মিত হয়।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৪ ডিসেম্বর

Back to top button