গত ২৪ ঘণ্টা মৃত্যু শূন্য কাটাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী, ০৪ ডিসেম্বর – গেল ২৪ ঘণ্টা মৃত্যু শূন্য কাটাল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
বর্তমানে হাসপাতালের এই ইউনিটে ৪১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। এ ছাড়া করোনা ধরা পড়েনি ২৮ জনের। করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ২ জন।
তিনি আরও জানান, বর্তমানে রাজশাহীর ২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ৫ জন, পাবনার ৪ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে রাজশাহীর একজন, জয়পুরহাটের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজনের নমুনায়।
পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে দশমিক ৪১ শতাংশ, জয়পুরহাটে ৬০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ২৫ শতাংশ এবং নাটোরে ৪ দশমিক ৩৫ শতাংশ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ ডিসেম্বর