এক্সক্লুসিভ ব্রেসলেটে করুন ফ্যাশন
ব্রেসলেট এখন ফ্যাশনে ইন। জমকালো সাজ বা সাদামাটা পোশাক, হাতে একটা সুন্দর ব্রেসলেট, সৌন্দর্যে এক অন্য মাত্রা যোগ করে। বেশি গয়নাগাটি আবার আজকের আধুনিকাদের কাছে নাপছন্দ। কানে সিম্পল দুল, হাতে ব্রেসলেট, ব্যাস আর কী চাই! আপনিও যদি ফ্যাশনিস্তা হিসেবে নাম কিনতে চান তবে বেছে নিতে পারেন এই ধরনের ব্রেসলেট –
স্পার্কলি ব্রেসলেট : বর্ষাকালে পার্টি আউটফিটের সঙ্গে পারফেক্ট ম্যাচ স্পার্কলি ব্রেসলেট। যে কোনও পোশাকের সঙ্গে এই ধরনের ব্রেসলেট পরতে পারেন। দেখাবে খুব সুন্দর।
কালার ব্লকিং ব্রেসলেট : বর্ষাকাল মানেই ফ্যাশন-ট্যাশন একেবারে বিসর্জন, তা কিন্তু নয়। বরং আরও বেশি স্টাইলিশ থাকতে বেছে নিন নানা রঙের কারুকার্য করা ব্রেসলেট। যে কোনও পোশাকের সঙ্গে নানা রঙে রাঙা ব্রেসলেট সাজগোজে যোগ করবে স্পেশাল টাচ। যা সবার মাঝে আকর্ষণীয় হয়ে উঠবে।
বোন ব্রেসলেট : সবসময় একটু হটকে স্টাইলই ফ্যাশনে জায়গা করে নেয়। আপনিও যদি চান সবার মধ্যে নিজেকে স্পেশাল করে তুলতে, তবে সঙ্গে রাখুন গোটা কয়েক বোন ব্রেসলেট। পশুর হাড় দিয়ে তৈরি এইসব ব্রেসলেট নজরকাড়া।
উডেন ব্রেসলেট : কাঠের তৈরি ব্রেসলেট এখন খুব ফ্যাশনেবল। বিশেষ করে যাঁরা একটু অন্যভাবে সাজতে পছন্দ করেন। বেশ একটা স্টাইলিশ ও ট্র্যাডিশনাল লুক থাকবে, এমনটা হলে বেছে নিন কাঠের তৈরি কারুকার্য করা ব্রেসলেট।
এম ইউ