টাঙ্গাইল
মির্জাপুরে নৌকার মাঝি খান আহমেদ শুভ
টাঙ্গাইল, ০৩ ডিসেম্বর – টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন খান আহমেদ শুভ।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর চার বারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের মৃত্যুতে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনটি শূন্য হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ ডিসেম্বর ২০২১