জাতীয়

মৃত্যুকে আলিঙ্গন করতে আমরা রাজপথে নেমেছি: নুর

ঢাকা, ০৩ ডিসেম্বর – মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন,জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দেব। হামলা-মামলা করে আমাদের থামিয়ে দিতে পারবেন না। এর জবাব আমরা রাজপথে এসে দেব।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের হাফ ভাড়া পাস ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

সারাদেশে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করার দাবি জানিয়ে নুর বলেন, ছাত্র আন্দোলনে কাউকে হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয়, মামলা দেওয়া হয়, তাহলে আমরা রাজপথে এসে জবাব দেব।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমে এসেছে। কিন্তু আওয়ামী সরকার কি কমিয়েছে? একবার দাম বাড়ালে, সেখান থেকে আর সরে আসে না।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুখ হোসেন, শাকিল উজ্জজামান, সাদ্দাম হোসেন, আবু হানিফ, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাহ প্রমুখ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ ডিসেম্বর ২০২১

Back to top button