জাতীয়

সড়কে অনিয়ম বন্ধে শনিবার শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ কর্মসূচি

ঢাকা, ০৩ ডিসেম্বর – নিরাপদ সড়কের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে এবার সড়কে অনিয়ম বন্ধে ‘লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে যান।

তারা বলেন, সড়কের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন। এতে ছুটির দিনেও সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

সোহাগী সামিয়া নামের এক শিক্ষার্থী বলেন, ‘সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটছে, আমরা সড়কে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করছি।’

তিনি বলেন, প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চলছে। এসবই গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ।

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে গাড়িচাপায় রাজধানীতে দুই শিক্ষার্থীর মৃত্যুতে আন্দোলন তীব্রতা পায়।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

তবে দাবি মানার ক্ষেত্রে শর্তারোপ এবং অন্যান্য দাবি পূরণ না হওয়ায় রাজপথ ছাড়ছেন না নয় দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৩ ডিসেম্বর

Back to top button