একদিনে ১৭ নিয়োগ পরীক্ষা, বিপাকে নিয়োগপ্রার্থীরা
ঢাকা, ০৩ ডিসেম্বর – একদিনে ১৭টি সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে আজ। এতে চরম বিপাকে পড়েছে নিয়োগপ্রার্থীরা।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে এসব পরীক্ষা।
নিয়োগপ্রার্থীরা বলছেন, একই সময়ে একাধিক পরীক্ষা থাকায় একটা বাদ দিয়ে আরেকটা পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন চাকরির বয়স শেষ হতে বসা নিয়োগপ্রার্থীরা।
এদিন অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শকের পরীক্ষা। দেশের ২৮টি জেলায় এক যোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এতে প্রার্থীর সংখ্যা ৬ লাখের বেশি বলে জানা গেছে।
এ ছাড়া রয়েছে- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, জনতা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরীক্ষা।
সূত্র : আরটিভি
এন এইচ, ০৩ ডিসেম্বর