ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথিদের জন্য ৫৯ শর্ত!
মুম্বাই, ০৩ ডিসেম্বর – ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠান নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েই চলছে। বলিউডের এ তারকাজুটি নিজেদের বিয়ে নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে না আনলেও একে একে ফাঁস হচ্ছে নানা তথ্য। এবার জানা গেল, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারাতে বিয়ের অনুষ্ঠানে যে অতিথিরা আসবেন, তাদের সবাইকে চুক্তিতে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করা ফর্ম পাঠালেই বারকোড দেওয়া হবে সেই ব্যক্তিকে।
শোনা যাচ্ছে, এতে থাকছে মোট ৫৯ টি শর্ত। উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে- বিয়ের অনুষ্ঠানে কে কে হাজির ছিলেন, তা বাইরে প্রকাশ করা যাবে না। ছবি তোলা বা ভিডিও করা যাবে না। সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করা যাবে না। সামাজিকমাধ্যমে লোকেশন শেয়ার করা যাবে না। বিয়ের অনুষ্ঠানে থেকে বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। কোনো ছবি ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া পোস্ট করা যাবে না।
এন এইচ, ০৩ ডিসেম্বর