ফ্যাশন

ফরমাল লুকে ছেলেদের ফ্যাশন

দীর্ঘ ছুটিতে ফ্যাশনে কিছুটা ঢিলেমী চলে এসেছে। কিন্তু আবার অফিস শুরু হয়েছে পুরোদমে। মাঝে মাঝে দুটো একটা বিয়ের দাওয়াত থাকছে। তাই সুক্ষ্ণ ফরমাল লুক আনতেই হয়। চুলের কাট বা দাড়ির কাটে নয় প্রয়োজন হয় আরও কিছু। নিখুত ফরমাল আপনি হয়ে উঠতে যেসব উপকরণের সহায়তা নিতে পারেন-

ফরমাল শার্ট
ফরমাল লুকের ক্ষেত্রে রঙিন শার্টও চলে কিন্তু সবচেয়ে ভালো লাগবে হালকা রঙের শার্ট। যেকোনো ব্লেজার এবং স্যুটের সঙ্গে সাদা রঙের শার্টও ভালো মানিয়ে যায়। এছাড়া হালকা রঙের শার্ট গুলো হতে পারে স্ট্রাইপের মধ্যে। এগুলোতে আপনাকে বেশ ব্যক্তিত্বসম্পন্ন মনে হবে।

কালো জুতো
ফরমাল লুকের সঙ্গে অন্য যেকোনো জুতোর বদলে কালো চামড়ার জুতো বেশ ভালো মানায়। এতে করে ফরমাল লুকে আভিজাত্য আনতে পারেন ছেলেরা। এক্ষেত্রে ডিজাইনে ভিন্নতা থাকতে পারে। আপনার চেহারা এবং পোশাকের সঙ্গে মিল রেখে একটি জুতো বেছে নিতে হবে।

টাই
ফরমাল লুকের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাই। শার্টের রঙের সঙ্গে মিলিয়ে মানানসই গড়নের টাই ফরমাল লুকে আনে স্টাইলিশ ভাব। নিজেদের ভিন্ন ভাবে উপস্থাপন করতে ছেলেরা ভালো কিছু টাই এর কালেকশন রাখতে পারেন।

কাফলিংস
একজোড়া কাফলিংস ফরমাল লুকটাকে আরও আকর্ষণীয় করে তোলে। বেশি নয় মাত্র দুই থেকে তিন জোড়া কাফলিংস রাখতে পারেন নিজের ড্রয়ারে। কোনো ফরমাল মিটিং বা কোনো অনুষ্ঠানে ফরমাল লুক নিতে বেশ কাজে দেবে।

এম ইউ

Back to top button