ফ্যাশন

এবার নতুন ট্রেন্ড ফক্স ফ্রিকল বা ফেক ফ্রিকল (ভিডিও সংযুক্ত)

সামাজিক মাধ্যমগুলোতে অনেক ট্রেন্ড হাস্যকর মনে হলেও এই ট্রেন্ডটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। মুখের ওপর সুসজ্জিতভাবে ক্ষুদ্র ক্ষুদ্র নকল ফ্রিকল অঙ্কন করে এ স্টাইল করা হয়।

আফ্রিকা মহাদেশের নারীরা চেহারায় এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মতো করে ট্যাটু করিয়ে নেয়। যা আদিকাল থেকেই চলে আসছে। তাহলে কি সেই আফ্রিকান স্টাইলই এবার পশ্চিমারা ট্রেন্ড হিসেবে নিয়েছে। ভবিষ্যতই তা বলে দেবে। তবে এই ফেক ফ্রিকল এখন জনপ্রিয় একটি মেকআপ স্টাইল তা বলার অপেক্ষা রাখেনা।


এখানে মজার একটি ব্যাপার হচ্ছে- এই ট্রেন্ডকে শুধু ট্রেন্ড হিসেবেই দেখা হচ্ছে না। এই ট্রেন্ডের মাধ্যমে দেখানো হয়েছে যে, জেনেটিক্যালি অনেকেই মুখে দাগ নিয়ে জন্মগ্রহন করে। আর সেই দাগ নিয়ে মন খারাপ করার কিছু নেই, বরং আপনার মুখের সেই দাগও হতে পারে সুন্দর একটি স্টাইল এবং এটা নিয়ে আপনি অন্যান্যদের মতো স্বাভাবিকভাবেই সবার সাথে চলতে পারেন।

কীভাবে এই স্টাইলটি করবেন এটা নিয়ে ‘পপসুগার বিউটি’ ইউটিউবে একটি টিউটোরিয়াল আপলোড করেছে। তাদের ‘বিউটি জাঙ্কি’ চ্যানেলে ‘ফক্স ফ্রিকল ফর এভ্রি স্কিন টোন’ নামে টিউটোরিয়ালটি পাওয়া যাবে।

ভিডিও 

এম ইউ

Back to top button