পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে ‘আতসবাজির ড্রামে’ ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

কলকাতা, ০১ ডিসেম্বর – পশ্চিমবঙ্গ রাজ্যে একটি আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজের নোদাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ২ ব্লকের নস্করপুর পঞ্চায়েতের অধীন মোহনপুরের সোনাড়িয়া মোড়ে একটি বাড়িতে মজুত আতসবাজির ড্রামে বিস্ফোরণ হয়। পর পর তিনবার বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা।

এ ঘটনায় মৃতদের মধ্যে ওই বাড়ির মালিকও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালির সোনারিয়া এলাকার ওই বাড়ি।

বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন প্রতিবেশী এক যুবক। এ ছাড়া বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে দেয়াল ভেঙ্গে পড়েছে।

স্থানীয়দের দাবি, অসীম মণ্ডলের বাড়িতে আতসবাজি তৈরি হত। সেখানে বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছু দূরে।

বাজির মশলা বা বারুদ থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। বেআইনিভাবে বাজি তৈরি হত কীনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ওই বাড়িতে বিপুল পরিমানে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ ডিসেম্বর

Back to top button