ফুটবল

প্যারিসে মেসির সম্মানে ৭ ‘ছাগল’!

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে প্যারিসের একটি ছবি। আইফেল টাওয়ারের সামনে ডান পা তুলে দাঁড়িয়ে আছে সোনালি রংয়ের সাতটি ‘ছাগল’!।

জীবন্ত নয় অবশ্য, ছাগলের ভাস্কর্য এসব। আর সব ছাগলের পায়ের তলে সোনালি রংয়ের বল।

আইফেল টাওয়ারের সামনে হঠাৎ কেন আর কোন উদ্দেশ্যে এই সাত ছাগলের মূর্তি তৈরি করে রেখেছে? সে কৌতূহল জাগতেই পারে।

জানা গেছে, এই আয়োজন কেবল ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির জন্য। সোমবার রাতে সাতবার ব্যালন ডি’অর জিতলেন মেসি।

তার প্রতি সম্মান প্রকাশ থেকেই এই আয়োজন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস।

ছবিটি ভাইরাল হয়েছে অ্যাডিডাসের ইনস্টাগ্রাম থেকেই।

ছবিটি পোস্ট করে অ্যাডিডাসের পক্ষ থেকে লেখা হয়, ‘অসামান্য ইতিহাস।’

মেসিকে এই নৈবেদ্য দিতে তাই বলে ছাগলের ভাস্কর্য! ফুটবলের সঙ্গে ছাগলের কী সম্পর্ক?

এ বিষয়ে জানা যায়, ইংরেজি ‘GOAT’ শব্দকে সমর্থকরা ভেঙে বোঝানো হয়—‘গ্রেটেস্ট অব অলটাইম।’অর্থাৎ মেসিকে সর্বকালের সেরা বলল অ্যাডিডাস।

ছবিটি টুইট করেছেন বিইন স্পোর্টসের সংবাদকর্মী তানক্রেদি পালমেরি। তিনি জানিয়েছেন, ‘ফ্রান্স ফুটবল নয়, মেসির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকেই এভাবে সম্মান জানানো হয়েছে মেসিকে।’

অ্যাডিডাসের এই আয়োজন মেসিভক্তদের ভালোই লেগেছে।

প্রসঙ্গত, বায়ার্ন মিউনিখের গোলমেশিন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেওয়ানডস্কিকে হারিয়ে ব্যালন ডি’অর জয় করলেন লিওনেল মেসি।

তালিকায় বায়ার্ন তারকা ছাড়াও আরও ছিলেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও, রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা ও চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কন্তে। তবে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লেওয়ানডস্কি।

ভোটাভুটিতে লেওয়ানডস্কিকে হারিয়ে নিজের সর্বোচ্চসংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ডকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন ৩৪ বছর বয়সি আর্জেন্টাইন তারকা। সর্বোচ্চ ৬১৩ পয়েন্ট পেয়ে পুরস্কারটি জিতেছেন মেসি।

এন এইচ, ০১ ডিসেম্বর

Back to top button