নারায়নগঞ্জ

কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না আমাকে : আইভী

নারায়নগঞ্জ, ৩০ নভেম্বর – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কোনো ষড়যন্ত্র আমাকে রুখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

মঙ্গলবার (৩০ নভেম্বর) আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে মেয়র আইভী বলেন, ‘আওয়ামী লীগের কোনা নেতাকে বিকশিত হতে দেবে না। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের তারা দাঁড়াতে দেবে না। কারণ তাদের কমান্ড কেউ মানবে না। এজন্য তারা নারায়ণগঞ্জে নেতা তৈরি করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শুধু নারায়ণগঞ্জেই নয়; সোনারগাঁ, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ বহু জায়গায় এমন করতে থাকে।’

আইভী বলেন, ‘ষড়যন্ত্র আজকের নয়, সেই ১৯৯১ সালে সাতজনকে জেল খাটতে হয়েছিল দল করেও। চাষাঢ়ায় দোকান ভেঙে বড় ভাইয়েরা সে দোকান ভাঙার মামলা দিয়েছে আমাদের দলের নেতাদের এবং জাতীয় পার্টির দুইজনকে। রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করে তাদের বের হতে হয়েছে। সবসময় আওয়ামী লীগের লোকজনকে তারা নির্যাতন করেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আপনাদের নেতাকে ডান্ডাবেড়ি পরিয়েছে।’

শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমাদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button