ক্রিকেট

ওরা আমাকে দলে নেবে না :ওয়ার্নার

নয়াদিল্লী, ৩০ নভেম্বর –  আইপিএলের পরবর্তী মৌসুম উপলক্ষে আজ ক্রিকেটারদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। কোন দল কাকে ধরে রাখবে সেটা আজকেই ফাইনাল করতে হবে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার নিশ্চিত যে, সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে রাখবে না। এ বছরের আইপিএলে তাকে দল থেকে বাদ দেওয়ায় হায়দরাবাদের সঙ্গে ওয়ার্নারের সম্পর্ক খারাপ হয়।

আজই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসিয়ালি ঘোষণা করার কথা যে, কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখছে আর ছেড়ে দিচ্ছে। তার আগে সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নারকে এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘হায়দরাবাদ আপনাকে দলে নিলে তাদের হয়ে খেলবেন?’ এর জবাবে ওয়ার্নার লিখেন, ‘ওরা আমাকে দলে নেবে না। তই এটা নিয়ে আমি কিছু করতে পারব না।’

এ বছরের আইপিএলে ওয়ার্নারের অধিনায়কত্ব কেড়ে নেয় হায়দরাবাদ। ৬ ম্যাচে ১৯৩ রান করা ব্যাটারকে একাদশ থেকেও বসিয়ে দেওয়া হয়। আইপিএলের প্রতি আসরে রানের বন্যা বইয়ে দেওয়া  হায়দরাবাদকে আইপিএল জেতানো অধিনায়ক এবারই চরম ব্যর্থ হয়েছেন। শোনা যাচ্ছে, কেন উইলিয়ামসনকে ধরে রাখতে চায় হায়দরাবাদ। তাকে রাখতে ১৪ কোটি রুপি খরচ করতেও তারা রাজি।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button