ফ্যাশন

পায়ের সৌন্দর্য বাড়াতে বেছে নিন পছন্দ মতো অ্যাঙ্কলেট

মেয়েদের ফ্যাশনে দু’ধরনের অ্যাঙ্কলেট খুব জনপ্রিয়। এক, সরু চেনের উপর স্টোনের কারুকার্য। অন্যটি রং, সুতো, পুঁথির কারুকার্য করা অ্যাঙ্কলেট। তবে একই ধরনের অ্যাঙ্কলেট সব পোশাকের সঙ্গে যায় না। মুডের সঙ্গে তো যায়ই না। তাই পোশাকের ধরন আর অবশ্যই আপনার মুড অনুযায়ী বেছে নিন এই ধরনের অ্যাঙ্কলেট –

১। আপনি যদি সিম্পল, সাদামাটা জিনিস পছন্দ করেন, তবে বেছে নিতে পারেন এই ধরনের অ্যাঙ্কলেট। কেবল সরু একটা চেন, তার উপর হালকা কারুকার্য।

২। হালকা হিল, আর পায়ে সোনার সরু চেনের অ্যাঙ্কলেট দারুণ মানাবে। অ্যাঙ্কলেটের সরু চেনের সঙ্গে যদি একটা ছোট্ট লকেটের মতো থাকে আরও ভালো মানাবে।

৩। সাজ যদি হয় ট্র্যাডিশনাল, বেছে নিন ট্র্যাডিশনাল ডিজাইনের সোনার অ্যাঙ্কলেট। কুন্দনের কাজ করা অ্যাঙ্কলেট ভালো মানাবে।

৪। মেটালের অ্যাঙ্কলেট পরতে না চাইলে, বেছে নিন বিড অ্যাঙ্কলেট। নানা রঙের সুতোর কারুকার্য করা অ্যাঙ্কলেট দেবে ফাঙ্কি লুক।

৫। ম্যাক্সি বা শর্ট ড্রেস পরলে, তার সঙ্গে বেছে নিন বোহো বা জিপসি স্টাইলের অ্যাঙ্কলেট।

৬। অনেকগুলো লেয়ার দেওয়া স্টোন বা পুঁথির অ্যাঙ্কলেট ক্যাজুয়াল পোশাকের সঙ্গে খুব ভালো মানায়।

এম ইউ

Back to top button