জাতীয়

‘বয়স লুকিয়ে’ নেতা: ঢাকা উত্তরের সভাপতি ইব্রাহিমকে অব্যাহতি

ঢাকা, ৩০ নভেম্বর – ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পদ হারিয়েছেন সভাপতি ইব্রাহিম হোসেন। সহসভাপতি সজীব আহমেদকে এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মঙ্গলবার ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. ইব্রাহিম হোসেনকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সজীব আহমেদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) এ শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩০ নভেম্বর ২০২১

Back to top button