নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জ সিটির নির্বাচন ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জ, ৩০ নভেম্বর – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। এই সিটিতে ভোট হবে শতভাগ ইভিএমে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে কমিশন সভা শেষে এ নির্বাচনের তফশিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত তফশিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোট হবে ১৬ জানুয়ারি। ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় নির্বাচন।

প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার ভোট হবে ইভিএমে পুরো সিটিতে। প্রথমবার নির্দলীয় প্রতীকে ভোট হয় এ সিটিতে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চালুর পর এটি দ্বিতীয় নির্বাচন হতে যাচ্ছে।

একই তফসিলে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ও ৫ পৌরসভায় ভোট হবে। সেখানেও ভোট হবে শতভাগ ইভিএমে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/৩০ নভেম্বর ২০২১

Back to top button