জাতীয়

আফ্রিকা থেকে আসা ২৪০ জনের কোনো খোঁজ নেই

ঢাকা, ৩০ নভেম্বর – প্রাণঘাতী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে এসেছেন। তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ওমিক্রন’ মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে কাঁপছে বিশ্ব। ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ নতুন এ ধরন।

তিনি জানান, আফ্রিকা থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। আসলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন অবশ্যই মানতে হবে।

দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে সক্ষমতা বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ধরনের সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে। সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে।

তিনি বলেন, দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালা ভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সবচেয়ে ঝুঁকিতে থাকা ৬০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে।

এসময় ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩০ নভেম্বর ২০২১

Back to top button