ফুটবল

ব্যালন ডি’অর প্রধানকে ‘মিথ্যাবাদী’ বললেন রোনালদো

ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক প্যাসকেল ফেরের উপর বেজায় চটেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফেরে তাকে নিয়ে ‘মিথ্যাচার করেছেন’ বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকার।

সোমবার রাতে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি। রোনালদোর সঙ্গে তার শ্রেষ্ঠত্ব নিয়ে সব সময়ই বিভক্ত থেকেছে ফুটবল ভক্তরা।

রোনালদো অবশ্য মেসির হাতে পুরস্কার উঠেছে বলে চটেছেন তা নয়। বরং মেসির হাতে পুরস্কার ওঠার আগেই ইনস্টাগ্রাম পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন পর্তুগিজ সুপারস্টার।

রোনালদোর ক্ষুব্ধ হওয়ার কারণ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক প্যাসকেল ফেরের কিছু মন্তব্য। শুক্রবার নিউইয়র্ক টাইমস পত্রিকাকে ফেরে বলেছিলেন, ‘রোনালদোর এখন একমাত্র লক্ষ্য অবসরে যাওয়ার আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর পাওয়া। এটা আমি জানি। কারণ, রোনালদো নিজেই আমাকে তা বলেছে।’

ফেরের এই মন্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত সপ্তাহে ফেরে বলেছেন, আমি মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ার শেষ করতে চাই। ফেরে মিথ্যা বলেছেন।’

রোনালদোর অভিযোগ, ‘আমার নাম ব্যবহার করে তিনি ফায়দা লুটছেন। নিজের ও তার সাময়িকীর ব্যবসা বাড়াতে চাচ্ছেন।’

‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ একটি পুরস্কারের সঙ্গে জড়িত একজন এ মিথ্যাচার করছেন।’- বলেন রোনালদো।

কখনো ব্যক্তিগত অর্জনের জন্য খেলেন না উল্লেখ করে বলেন, ‘আমার লক্ষ্য, ফুটবল ইতিহাসে সোনার হরফে নিজের নাম খোদাই করে রাখা।’

‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ৩০ নভেম্বর

Back to top button