টলিউড

শুটিংয়ে ফিরেও কাঁদলেন রচনা ব্যানার্জি

কলকাতা, ৩০ নভেম্বর – গত ১৬ নভেম্বর বাবাকে হারিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন তিনি। এজন্য কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন। আবারো নিজ ভুবনে ফিরলেন রচনা। কিন্তু প্রথম দিনের শুটিং সেটে এসেও কাঁদলেন এই অভিনেত্রী। আক্ষেপ করে রচনা বলেন—‘বাড়ি ফিরলে আর কেউ জিজ্ঞেস করবে না কেন দেরি হলো?’

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রচনা ব্যানার্জি। তার অনুপস্থিতির কারণে মাঝে কিছুদিন শোটি উপস্থাপনা করেন সুদীপ্তা। এ শোয়ের শুটিংয়ে অংশ নিয়ে কাঁদেন রচনা।

রচনা ব্যানার্জি শোয়ে ফিরে ফেসবুক লাইভেও হাজির হয়েছিলেন। এ সময় এই অভিনেত্রী বলেন—‘আমি এখনো মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু শো মাস্ট গো অন। তাই আপনাদের ভালবাসা পেতে আবার ফিরে এসেছি। অনেকটা ঠিক ঘরে ফেরার মতো। কারণ এই ‘দিদি নাম্বর ওয়ান’ আমার কাছে ঘরের মতোই।’

রচনা ব্যানার্জির বাবার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। গত ১৪ নভেম্বর, রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। রচনার বাড়িতেই চলছিল তার চিকিত্সা। কিন্তু শেষরক্ষা হয়নি, ১৬ নভেম্বর মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এদিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এন এইচ, ৩০ নভেম্বর

Back to top button