এশিয়া

সু চির মামলার রায় আজ

নেপিডো, ৩০ নভেম্বর – সামরিক বাহিনী দ্বারা শাসিত মিয়ানমারের একটি আদালত দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা কয়েকটি মামলার রায় ঘোষণা করতে পারে আজ (মঙ্গলবার)।

খবরে বলা হয়, সু চির বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, তার সবক’টিতে দোষী প্রমাণিত হলে তার ১০০ বছরের বেশি মেয়াদে কারাবাসের সাজা হতে পারে।

গত ফেব্রুয়ারিতে অং সান সু চি সরকারকে হটিয়ে মিয়ানমারে ক্ষমতায় আসে দেশটির সেনা বাহিনী। এর পরই সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) অনেক নেতাকে আটক করা হয়।

বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন সু চি। এ অবস্থায় তার বিচারকাজ শুরু করা হয়।

তিনি ও তার দলের নেতাদের মুক্তি চেয়ে মিয়ানমারের বিভিন্ন শহরের বহুদিন ধরেই বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থীরা। এসব বিক্ষোভে গুলি চালিয়ে এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে সামরিক জান্তা সরকার।

গত জুন মাস থেকে সু চির বিরুদ্ধে করা মামলাগুলোর বিচারকাজ শুরু হয় মিয়ানমারের আদালতে। রুদ্ধদ্বার আদালতে সু চির মামলার শুনানি হয়ে আসছে।

সু চির দল এনএলডির অন্যতম শীর্ষ উইন মিন্টেরও বিচার করা হচ্ছে। তিনি সু চি সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ প্রমাণিত হলে সু চির মতো তারও একই সাজা হতে পারে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ নভেম্বর

Back to top button