ইউরোপ

আবারো নির্বাচিত হয়ে ফিরলেন সুইডেনের সেই নারী প্রধানমন্ত্রী

স্টকহোম, ৩০ নভেম্বর – সুইডেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ম্যাগদালিয়েনা আনদেসন। কিন্তু জোটের সমর্থন ছুটে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু গতকাল আবারও পার্লামেন্টের সমর্থন নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন আনদেসন।

খবরে বলা হয়, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ম্যাগদালিয়েনা আনদেসন অল্প ব্যবধান নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর পদে ফিরে যান। কিন্তু তার লক্ষ্য হলো আগামী বছর সেপ্টেম্বর মাসে নির্বাচনের আগ পর্যন্ত একদলীয় পার্টির নেতৃত্ব নিশ্চিত করা।

গত বৃহস্পতিবার জোট ভেস্তে যাওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন আনদেসন। ওই দিনই তিনি স্পিকারকে বলেছিলেন, এককভাবে গঠিত একটি সরকারের প্রধান তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন বলে আশা করছেন।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ৩০ নভেম্বর

Back to top button