ক্রিকেট

অবশেষে শফিককে ফেরালেন মিরাজ

চট্টগ্রাম, ৩০ নভেম্বর – অভিষেক টেস্টে আলো ছড়িয়েছেন আবদুল্লাহ শফিক। পাকিস্তানি এই ওপেনার চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে খেলেন ১৬৬ বলে ৫২ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও খেললেন দুর্দান্ত একটা ইনিংস।

আরেক ওপেনার আবিদ আলীর সঙ্গে ১৫১ (২৫৭) রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে তবেই ফিরেছেন সাজঘরে। চলতি টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে আবিদ-শফিক মিলে শেষ করে দেন দিন।

আজ পঞ্চম দিনে ৯৩ রান লাগে জয় পেতে। প্রথম সেশনে সাবলিল ব্যাট করছিলেন দুই ওপেনার। তবে দলীয় ১৫১ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বল প্যাডে লাগলে আবেদন হয় এলবিডব্লুর। সাড়া দেন আম্পায়ারও।

তবে রিভিউ নেন শফিক। তাতে অবশ্য কাজ হয়নি। ১২৯ বলে ৭৩ রানের দারুণ একটা ইনিংস খেলে ফিরলেন সাজঘরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান সংগ্রহ করেছে ১৫৫ রান। জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান, হাতে আছে ৯টি উইকেট।

এম এস, ৩০ নভেম্বর

Back to top button