ক্যাটরিনার মা বিয়ের কেনাকাটায় ব্যস্ত (ভিডিও)
মুম্বাই, ৩০ নভেম্বর – বিয়ের বাকি আর কয়েক দিন। তোড়জোড়ে চলছে আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্যাটরিনার মা সুজান টারকোট। মুম্বাইয়ের বান্দ্রায় শপিং করতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন তিনি। এরই মধ্যে সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়- মুম্বাইয়ের বান্দ্রায় শপিং শেষ করে গাড়িতে উঠছেন ক্যাটরিনার মা। গাড়ির দরজা বন্ধ করার সময় তার ফোন পড়ে যায়। যদিও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
শোনা যাচ্ছে, রাজস্থানে বিয়ের অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করেছেন ক্যাটরিনা-ভিকি। তাদের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, ফারাহা খান, করন জোহর, জোয়া আখতারের মতো বলিউড তারকারা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হোটেলের কর্ণধার বলেন, ‘আগামী ৭ ডিসেম্বর থেকে এখানে অনেক তারকা চলে আসবেন। শুনেছি সালমান খান নাকি ৯ ডিসেম্বর আসবেন। আবার এখন শুনছি তিনি না-ও আসতে পারেন। দেখা যাক, কে আসে আর কে আসে না।’
৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে মালাবদল করবেন ভিক্যাট। রাজকীয় আয়োজনে সেজে উঠছে তাদের বিয়ের আসর। আয়োজনে কোনো কমতি রাখতে চান না তারা। বলিউডের অন্যতম আলোচিত বিয়ে হতে যাচ্ছে এটি।
একদিকে বিয়ের আয়োজন, অন্যদিকে চলছে হবু দম্পতির সংসার সাজানোর কাজ। মুম্বাইয়ের জুহুতে পাঁচ বছরের জন্য একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ভিকি। বিলাসবহুল সেই ফ্ল্যাটের খবর প্রকাশ্যে আসতেই সেটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।
View this post on Instagram
এম এস, ৩০ নভেম্বর