সূচকের উত্থান, কমেছে লেনদেন
ঢাকা, ২৯ নভেম্বর – টানা ৬ কার্যদিবস পতনের পর পুঁজিবাজার অবশেষে উত্থানে ফিরেছে। সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার কিছুটা উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আরো কমেছে।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৯৫.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার।
ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৮টির দর কমেছে ৮৯টির এবং ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৯ নভেম্বর ২০২১