টলিউড

উচ্ছ্বসিত অভিনেত্রী মিমি চক্রবর্তী

কলকাতা, ২৯ নভেম্বর – জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা কুড়িয়ে এসছেন। সম্প্রতি তার ইনস্টাগ্রাম ৩০ লক্ষ ‘ফলোয়ার’ অতিক্রম করেছে। বর্তমানে এত সংখ্যক মানুষ অভিনেত্রীর ছবি, ভিডিও ইত্যাদির জন্য তাঁকে ‘ফলো’বা অনুসরণ করেন।

অনুরাগীদের থেকে এই ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত মিমি। তার কথায়, “টলিউড থেকে সম্ভবত আমি প্রথম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। আমার আশেপাশের সকলকে বলেছিলাম ইনস্টাগ্রাম জিনিসটা কতটা মজার। সহকর্মীদেরও একই কথা বলতাম।”

কাজের ক্ষেত্রে তিনি খুঁতখুঁতে। বেছে বেছে ছবি করেন। তাই বড় পর্দায় তার দেখা মেলে অনেক অপেক্ষার পর। ইনস্টাগ্রামের মাধ্যমে তাই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন সাংসদ-অভিনেত্রী। তার পেশাগত দিক থেকে ব্যক্তি জীবন, সব কিছুর হদিস পাওয়া যায় সেখানেই।

“আমি ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসি। আমাকে এত ভালোবাসার দেওয়ার জন্য আমার ফলোয়ারদের অসংখ্য ধন্যবাদ। আমি এ ভাবেই আপনাদের বিনোদনে ভরিয়ে রাখব।”

মিমিকে শেষ দেখা গিয়েছিল ‘বাজি’ ছবিতে। জিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। আপাতত এক গুচ্ছ কাজ নিয়ে ব্যস্ত ‘গানের ওপারে’র পুপে।

এন এইচ, ২৯ নভেম্বর

Back to top button