ক্রিকেট

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

চট্টগাম, ২৯ নভেম্বর – নিজ শহর চট্টগামে অভিষেক ইয়াসির আলী রাব্বির, অথচ দল যখন পাকিস্তানকে হারানোর জন্য লড়ছে তখন তিনি হাসপাতালে। পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির শর্ট রাব্বির হেলমেটে আঘাত করে ৩০তম ওভারে। দ্রুতগতির বলে চোট পেয়েছিলেন বোঝা যাচ্ছিল। তবু পরের সাত বল ক্রিজেই ছিলেন তিনি। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি।

হাসপাতালে স্ক্যান করার পর গুরুতর কিছু ধরা পড়েনি ইয়াসির আলী রাব্বির। বিসিবি মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, স্ক্যানে কিছু ধরা না পড়লেও হাসপাতালেই সতর্কতামূলকভাবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে রাব্বিকে।

রাব্বির কনকাশন সাব হিসেবে মাঠেও নামিয়ে দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। যিনি ব্যাট করতে নেমে ১৫ রান যোগ করে আউট হয়ে যান।

দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বিনা উইকেটে ৪৪ রান তোলে ফেলেছে পাকিস্তান। আবিদ আলী ২৫ ও আব্দুল্লাহ শফিক ১৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য এখন পাকিস্তানের প্রয়োজন ১৫৮ রান, হাতে আছে পুরো ১০ উইকেট।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২৯ নভেম্বর

Back to top button