জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ

ঢাকা, ২৯ নভেম্বর – মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে মালদ্বীপ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ক্ষুদে বার্তায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ আমন্ত্রণ জানান।

আজ সোমবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। ফয়সাল নাসিম তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে উষ্ণ আতিথেয়তার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান।

এর আগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিনদিনের সফরে ২২ নভেম্বর ঢাকায় আসেন। ঢাকা সফরকালে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারি সফর শেষে নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button