ঢালিউড

ডিজিটাল প্ল্যাটফরমে ‘স্ফুলিঙ্গ’

ঢাকা, ২৯ নভেম্বর – ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফরম টফিতে প্রচার হবে ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। আগামী ৩ ডিসেম্বর এর প্রিমিয়ার হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিনেমাটি বানানো হয়েছে।

‘স্ফুলিঙ্গ’তে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে। টফি ব্যবহারকারীরা যে কোনো নেটওয়ার্ক থেকে ফ্রিতে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন। প্রেম, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের এ ছবিটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। ‘স্ফুলিঙ্গ’ তরুণ একটি গানের দলের কাহিনি। নেপথ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে শিল্পসুচে গেঁথেছেন নির্মাতা। বর্তমান তারুণ্যের সংকটকে যুদ্ধদিনের তারুণ্যের সংগ্রামের সঙ্গে মিলিয়ে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। ছবির ভাবনা, গল্প, নির্মাণে পরিচালক রেখেছেন স্বকীয়তার ছাপ।

এন এইচ, ২৯ নভেম্বর

Back to top button