ক্রিকেট

দিনের শুরুতেই বোল্ড হয়ে ফিরলেন মুশফিক

চট্টগ্রাম, ২৯ নভেম্বর – পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই হাসান আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিম।

সোমবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ।

এদিন মাঠে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় বলেই আউট হন মুশফিক। ৩৩ বলে ১৬ রান করেন তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫। ২০ রান নিয়ে উইকেটে আছেন ইয়াসির আলি। লিটন দাস রয়েছেন ৮ রানে।

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পাকিস্তানের প্রথম ইনিংস ২৮৬ রানেই গুটিয়ে দিয়ে পাওয়া টাইগারদের ৪৪ রানের লিড দিন শেষে দাঁড়ায় ৮৩ রানে। ১২ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিক, ৮ রানে ব্যাটে ছিলেন ইয়াসির আলী।

সূত্র : আরটিভি
এম এস, ২৯ নভেম্বর

Back to top button