রসনা বিলাস

সাধারণ ডাল দিয়েই তৈরি করে ফেলুন অসাধারণ একটি পদ

ডাল রান্না করতে তো সবাই পারে। কিন্তু সেই ডাল দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারে কজন? আজ দেখে নিন এমনই এক ডালের রেসিপি যা পছন্দ করবে সবাই।

উপকরণ

  • আধা কাপ অড়হরের ডাল
  • সিকি কাপ বুটের ডাল
  • সিকি কাপ মুগ ডাল
  • সিকি চা চামচ হিং
  • সিকি চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ মরিচ গুঁড়ো
  • আধা চা চামচ গরম মশলা গুঁড়ো
  • ৩ টেবিল চামচ মাখন
  • ১ চা চামচ জিরা
  • ১ ইঞ্চি পরিমান আদা, মিহি কুচি
  • ১ টেবিল চামচ রসুন কুচি
  • ২টি কাঁচামরিচ মিহি কুচি
  • ১টি বড় পিঁয়াজ মিহি কুচি
  • ১টি বড় টমেটো মিহি কুচি
  • লবণ স্বাদমতো
  • ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  • অর্ধেকটা লেবুর রস

প্রণালী

১) সব ডাল আলাদা আলাদা পাত্রে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন রান্নার আগে।

২) একটি প্রেশার কুকার চুলায় আঁচে দিন। গরম হয়ে এলে। এতে দিন পানি ঝরানো ডাল, হিং এবং হলুদ গুঁড়ো। এতে আড়াই কাপ পানি দিন। ঢেকে রান্না হতে দিন ৪-৫ বার শিষ দেওয়া পর্যন্ত।

২) একটি নন-স্টিক প্যানে দেড় টেবিল চামচম মাখন গরম করে নিন। এতে জিরা দিন। জিরার সুবাস উঠলে আদা-রসুন দিয়ে কয়েক মিনিট সাঁতলে নিন। এরপর এতে দিন মরিচ ও পিঁয়াজ। পিঁয়াজ বাদামি হয়ে এলে টমেটো দিন। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করুন।

৩) টমেটো নরম হয়ে এলে এতে মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৪) এরপর এতে সেদ্ধ ডাল দিয়ে নিন। ৪-৫ মিনিট রান্না হতে দিন। এরপর বাকি মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে আঁচ বন্ধ করে দিন। লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।

পরিবেশন করুন ভাত বা পরোটার সাথে।

এম ইউ

Back to top button