ক্রিকেট

মানুষের মুখ বন্ধ রাখতে পারব না, তাই আমাদের কান বন্ধ রাখতে হবে: মুমিনুল

ঢাকা, ২৫ নভেম্বর – টেস্ট কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটের এই দুই ফরম্যাটেই দীর্ঘ দিন ধরে নিজের ছায়া হয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে পাকিস্তান সিরিজ পর্যন্ত টানা আট ম্যাচে জয়হীন টাইগাররা। আর টেস্ট ক্রিকেটের দিকে তাকালে সে তো ব্যর্থতার চাঁদরে ঢাকা। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ৭ ম্যাচের একটিতেও জিতেনি বাংলাদেশ। আবারও সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু করতে যাচ্ছে মুমিনুল হকরা। তাই সমালোচনাকে কানে না নিয়ে নিজেদের মতো এগিয়ে যাওয়ার প্রত্যয় টাইগার অধিনায়কের।

টেস্টে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান তলানীতে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। যে দলটির সঙ্গে এর আগের ১১ দেখায় কখনো জিততে পারেনি বাংলাদেশ। সেই দলকে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে টাইগাররা।

সাম্প্রতিক বাংলাদেশের ক্রিকেট ঘিরে চলমান সমালোচনাতে কান না দিতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন মুমিনুল হক। বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘দেখেন বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা।’

মুমিনুল বলেন, ‘নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় আপনার নিজের কানটা বন্ধ করতে হবে।’

ইনজুরির কারণে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। বেশ কয়েকজন নিয়মিত মুখ না থাকায় হতাশার গ্লানি ফুটে উঠেছে মুমিনুলের কণ্ঠে। তিনি বলেন, ‘দেখুন মুস্তাফিজ লাস্ট ম্যাচ খেলেছে এক বছর আগে। দুর্ভাগ্যজনকভাবে তাসকিন ও শরিফুল ছিটকে গেছে। ইনজুরি হলেতো আসলে কিছু করার থাকে না। ব্যাকআপ খেলোয়াড় যারা আছে রাহী আছে, এবাদত আছে তারা কিন্তু নিয়মিত টেস্ট খেলছে। তারপর খালেদ আছে। যারা আছে তারা কিন্তু মোটামুটি অভিজ্ঞ।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৫ নভেম্বর

Back to top button