ফুটবল

ম্যারাডোনার চলে যাওয়ার এক বছর

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার চলে যাওয়ার এক বছর পূরণ হলো বৃহস্পতিবার।

২০২০ সালের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে স্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি দেন এই ‘জাদুকর’। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়েন তিনি।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ফুটবল ছাড়ার পরও ফুটবল জুড়েই ছিলেন। মৃত্যুর পরও ভক্তদের হৃদয় জুড়ে রয়ে গেছেন।

আসলে কারো কারো মৃত্যু মানেই শেষ নয়, যেন অমরত্বের পথে যাত্রা। ডিয়েগো ম্যারাডোনা তো তেমনই একজন।

এই দিনটিতে গভীর শ্রদ্ধায় ভক্তরা স্মরণ করছে ম্যারাডোনাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে নানা আয়োজন।

ম্যারাডোনা ক্লাব ক্যারিয়ারে সোনালি সময় পার করেছেন নাপোলিতে। এদিন নাপোলি স্টেডিয়ামের সামনে বসবে তার পূর্ণ আকৃতির ব্রোঞ্জমূর্তি।

এক দিন আগে সেখানে তাকে নিয়ে ‘হ্যান্ড অব গড’ নামে নতুন সিনেমাও মুক্তি পেয়েছে।

আর জন্মভূমি আর্জেন্টিনার মানুষ তো গভীর শ্রদ্ধায় তাদের ম্যারাডোনাকে স্মরণ করছে।

সূত্র : দেশ রূপান্তর
এম এস, ২৫ নভেম্বর

Back to top button