ফুটবল

আলকানতারা-সালাহ’র গোলে জিতলো লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের জয়রথ ছুটছেই। আগেই তাদের শেষ ষোলো নিশ্চিত হয়েছে। বুধবার দিবাগত রাতে ঘরের মাঠে পর্তুগালের ক্লাব পোর্তকে হারিয়েছে ২-০ গোলে। এমন জয়ে গোল করেছেন থিয়াগো আলকাতানতারা ও মোহাম্মদ সালাহ।

অবশ্য প্রথমার্ধে গোল মিসের মহড়া দিয়েছে পোর্ত। আর সেটার খেসারত দিয়েছে দ্বিতীয়ার্ধে।

৫২ মিনিটে আলকানতারা সেট পিস থেকে গোল পেলে এগিয়ে যায় অলরেডরা। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ। তাকে গোলে সহায়তা করেন জর্ডান হেন্ডারসন। এটা ছিল চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে পঞ্চম ম্যাচে সালাহর ষষ্ঠ গোল।

বাকি সময়ে লিভারপুল যেমন ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি পোর্তও পারেনি ব্যবধান কমাতে।

এই হারে শেষ ষোলোর অপেক্ষার পালা বাড়লো পোর্তর। সঙ্গে বাড়লো শঙ্কাও। কারণ, অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে এসি মিলানও। শেষ ম্যাচের জয়-পরাজয়ের ওপর এখন নির্ভর করছে লিভারপুলের সঙ্গে অপর দল হিসেবে নকআউট পর্বে যাচ্ছে কে।

৫ ম্যাচের ৫টিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্ত। আর ৪ পয়েন্ট করে নিয়ে এসি মিলান তৃতীয় ও অ্যাটলেটিকো আছে চতুর্থ স্থানে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ নভেম্বর

Back to top button