দিনাজপুর

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুর, ২৩ নভেম্বর – দিনাজপুরে বর্তমান মওসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি সন্ধ্যার পর হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় পড়েছে। এতে সকালে সাধারণ মানুষের চলাচলও কমছিল। অন্যদিকে খেটে খাওয়া দিনমজুররা পড়ে বিপাকে। শীতের কারণে কাজও কমে যায়।

মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ অঞ্চলে ঘন কুয়াশায় আছন্ন ছিল। এতে বিভিন্ন সড়কে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। শীত ও কুয়াশা বেশি থাকায় বিভিন্ন সড়কের পাশের বিভিন্ন পিঠার দোকানে ভিড় দেখা যায়।

মঙ্গলবার সকালে দেশের সর্বনম্নি তাপমাত্রা ১৫ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ ও বায়ু প্রবাহ ৮-১০ডিগ্রি সেলসিয়াস বলে জানান দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জুর রহমান।

আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, মঙ্গলবার এ মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশাও ছিল এবং বুধবারও থাকবে। তবে তাপমাত্রা এরকম কয়েকদিন থাকার পর আরও কমতে পারে।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই

Back to top button