দক্ষিণ এশিয়া

দেড় বছর পর ভারতে সংক্রমণ সাত হাজারের ঘরে

নয়াদিল্লী, ২৩ নভেম্বর- ভারতে আরও করোনার দৈনিক সংক্রমণের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। ২০২০ সালের ৩০ মে-র পর এই প্রথম এত কম হল দৈনিক সংক্রমণ। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের কেরালা রাজ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসাতেই কমেছে সংক্রমণের হার। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৮০।

আক্রান্তের পাশাপাশি ভারতে কমেছে দৈনিক মৃত্যুও। দৈনিক মৃত্যুর অধিকাংশটাই হচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ২৩৬ জন। এর মধ্যে কেরালায়ই ১৮০ জন। বাকি সব রাজ্যেই তা নিয়ন্ত্রণে।

আক্রান্ত কম হওয়ায় কমছে সক্রিয় রোগীও। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৪ হাজার ৮৫৯। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮৪ জন।

কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এর জেরেই ভারতে কমেছে দৈনিক আক্রান্ত। বাকি রাজ্যগুলোতেও হাজারের নিচেই আছে আক্রান্ত। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ৫০০-র বেশি। বাকি সব রাজ্যে তা ৫০০-র কম।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

আর আই

Back to top button