ক্রিকেট

২০২২ সালে আইপিএল ভারতেই হবে : বিসিসিআই সচিব

নয়াদিল্লী, ২০ নভেম্বর – করোনার কারণে দুবাইয়ে হয়েছিল আইপিএল। চলতি বছর শুরুটা ভারতে হলেও মাঝ পথে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে ফের শুরু করতে হয় দুবাইয়ে। কিন্তু আগামী ২০২২ সালে কোথায় হবে আইপিএল সেটি জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আগামী ২০২২ সালে ভারতেই হবে আইপিএল। চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি আপনারা চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চান। সেই সময় অবশ্য বেশি দূরে নেই। আইপিএল-এর ১৫তম আসর এবার ভারতে হবে। এবারের টুর্নামেন্টে নতুন দু’টি দল যুক্ত হয়েছে। এ কারণে এবার টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।’

টুর্নামেন্ট শুরুর আগে নিলামের দিকে তারা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বোর্ড সচিব। তিনি বলেন, ‘সামনেই বড় নিলাম রয়েছে। তার পরে প্রতিটি দল কেমন তৈরি হয়, সে দিকে তাকিয়ে আছি। আশা করছি আরও উত্তেজক টুর্নামেন্ট হবে।’

চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আগামী বছর তিনি হলুদ জার্সিতেই খেলবেন কি না সে বিষয়ে সমর্থকদের কৌতূহল রয়েছে।

এসময় একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ধোনি জানান, এখনও টুর্নামেন্টের অনেক দেরি রয়েছে। তাই এখনই কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button